ঢাকা শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

কয়রায় হরিণের মাংসসহ আটক ১

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০২:০৬ পিএম

কয়রায় হরিণের মাংসসহ আটক ১

ছবি: রূপালী বাংলাদেশ

খুলনার কয়রায় বন বিভাগ ও কোষ্ট গার্ডের  যৌথ অভিযানে ৬ কেজি ৫০০ গ্রাম হরিণের মাংস উদ্ধার করা  হয়েছে। এ সময় একজনকে  আটক  করা হয়। আটকৃত ব্যাক্তি হলেন আংশিক গোলখালী গ্রামের আফতাব মোড়লের পুএ মো. আলমগীর মোড়ল। 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৫ টা ৪৫ মিনিটে সরকারি পুকুর পাড় আংশিক গোলখালী এলাকায় অভিযান চালিয়ে হরিণের মাংসসহ একজন আটক করা হয়। 

সুন্দরবন পশ্চিম বন বিভাগের কোবাদক ফরেস্ট ষ্টেশন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে  বন বিভাগ ও কোষ্ট  গার্ড অভিযান চালিয়ে সরকারি পুকুর পাড় আংশিক  গোলখালি এলাকায় সন্ধ্যা ৫ টা ৪৫  মিনিটে  ৬ কেজি ৫০০ গ্রাম হরিণের মাংসসহ ১ জনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত হরিণের মাংস শুক্রবার আদালতের মাধ্যমে আদালত চত্বরে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে।

আরবি/জেডআর

Link copied!