ঢাকা শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪

কুষ্টিয়ায় উৎসব মুখর পরিবেশে দীপাবলি পালন

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৪, ০৪:৫৭ পিএম

কুষ্টিয়ায় উৎসব মুখর পরিবেশে দীপাবলি পালন

ছবি: রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ায় উৎসব মুখর পরিবেশে দীপাবলি পালন করা হচ্ছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ১০ টায় শহরের শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরে গিয়ে দেখা গেছে পুজা চলছে। অনেক ভক্তবৃন্দ উপোষ রয়েছেন। তারা বসে পুজা দেখছেন। রাত সাড়ে ১০ টায় আমলাপাড়া সর্বজনীন পুজা মন্দিরে দেখা গেছে পুরহীত শ্যামল চক্রবর্তী পুজা করছেন। তিনি মন্ত্র পাঠ করছেন। বাজছে ঢাক। মন্দিরের বাহিরে তারাবাজিসহ বিভিন্ন পটকা ফোটানো হচ্ছে।

জানা গেছে, সনাতন ধর্মবিশ্বাসীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামা পূজা। দুষ্টের দমন ও শিষ্টের পালনের মধ্য দিয়ে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে কার্তিক মাসের অমাবশ্যা তিথিতে পৃথিবীতে আগমন ঘটে দেবী শ্যামার। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়ের মধ্যেই রয়েছে শ্যামা বা কালী পূজার মূল বার্তা ও মাহাত্ব। দেবী চরণে শ্রদ্ধা আর পূষ্পাঞ্জলী প্রদানের পাশাপাশি অজ্ঞানতা ও নিরাশার অন্ধকারকে দূরীভূত করতে প্রদীপ প্রজ্জ্বালন করা হয়। উদযাপন করা হয় দিপাবলী। উৎসবকে ঘিরে ধর্ম, বর্ণের গণ্ডি পেরিয়ে সকল মানুষের মিলনমেলায় পরিণত হয় মন্দির আঙ্গিনা। গভীর রাত অবধি দর্শনার্থীদের ঢল নামে।

শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা স্বপন নাগ চৌধুরী বলেন, দীপাবলী উপলক্ষে  প্রদীপের আলোতে আলোকিত করে আলোক উৎসব উদযাপন করা হয়। অনেক ভক্তবৃন্দ উপোষ রয়েছেন। পুজা শেষে অঞ্জলি দিবেন। শেষে প্রসাদ বিতরণ করা হবে। 


 

আরবি/জেডআর

Link copied!