ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নে এক রাতে ৪টি বাড়িতে মাটির নিচ দিয়ে বিশেষ কায়দায় সিঁদ কেটে মোবাইল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার ১৭ জানুয়ারি দিবাগত রাতে বীরবেতাগৈর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বীরকামট খালী গ্রামে এ চুরির ঘটনা ঘটে। এসময় সংঘবদ্ধ চোরচক্র ৩টি অ্যানড্রয়েড মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।
ভুক্তভোগী ফারুকের পিতা দুলাল ফকির জানান, শুক্রবার দিনগত গভীর রাতে সংঘবদ্ধ চোরের দল আমাদের বাড়ির ফারুক, রশিদ ফকির, মুর্শিদ ফকির ও রমজান ফকিরের ঘরে সিঁদ কেটে ভিতরে প্রবেশ করে।
তিনি বলেন, রাত ৩ টার দিকে ঘুম থেকে জেগে উঠে দেখি ৪ টি ঘরে সিঁদ কাটা। এ সময় চোরচক্র ৩টি ঘর থেকে ৩টি অ্যানড্রয়েড মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।অন্য কোন জিনিসপত্র চুরি করে নেয়নি। এ চুরির ঘটনায় এলাকায় ভীতিকর ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
স্থানীয় ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. আজিজুল হক বলেন, চুরির বিষয়টি সম্পর্কে আমি অবগত নই।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ জানান, এ বিষয়ে অভিযোগ দিতে বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :