ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সঙ্গে কেন্দ্রীয় সাংগঠনিক টিমের মতবিনিময়

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৪, ০৮:৩০ পিএম

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সঙ্গে কেন্দ্রীয় সাংগঠনিক টিমের মতবিনিময়

ছবি: রূপালী বাংলাদেশ

সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে দেশনায়ক তারেক রহমান কর্তৃক প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা এবং শিক্ষার্থীর চোখে আগামীর বাংলাদেশ ও ছাত্ররাজনীতি বিষয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রদল ও আওতাধীন থানা ও কলেজ ছাত্রদল প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক দায়িত্বপ্রাপ্ত টিম-০২। ১৭ নভেম্বর বিকেল চারটায় নাসিমন ভবনস্থ ছাত্রদল কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি ইজাজুল কবির রয়েল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠাকালীন থেকেই স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে রাজনীতি করে আসছে। কিছু সংগঠন মুক্তিযুদ্ধের চেতনা ও ধর্মীয় অনুভূতিতে ব্যবহার করে অপরাজনীতি চর্চায় মগ্ন। তারা মুক্তিযুদ্ধের চেতনা ও ধর্মীয় বিষয়কে কলংকিত করেছে। দীর্ঘ সময় ধরে জেঁকে বসা অপরাজনীতিকে বিতাড়িত করে আদর্শিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য। অপরাজনীতি রখে দিয়ে একটি সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে ছাত্রদল দৃঢ় প্রতিজ্ঞ।

প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফারক হোসেন বলেন, ছাত্র রাজনীতি বন্ধ করে গুপ্ত সংগঠনগুলো সুযোগ নেয়ার অপচেষ্টা করছে। জাতীয়তাবাদী ছাত্রদল প্রকাশ্যে রাজনীতি করে এবং কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে সুষ্ঠু রাজনীতি ফিরিয়ে আনতে বদ্ধ পরিকর। ছাত্রদল গণতন্ত্রের ঢাল হিসেবে সবসময় রাজপথে ছিল। আগামীতেও গণতন্ত্র পুনরদ্ধার হওয়া পর্যন্ত আমাদের সচেষ্ট থাকতে হবে।

বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক বায়েজিদ হুসাইন বলেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফ্যাসিবাদের কোলে লালিত হওয়া সন্ত্রাসীদের উৎখাত করতে আইনি ব্যবস্থা নিতে হবে। যদি আন্দোলন ব্যর্থ হতো তাহলে ফ্যাসিস্ট সরকারের রোষানলের শিকার হতো ছাত্রদল তথা বিএনপি। ছাত্রদলকে সর্বদা সজাগ থেকে সকল ষড়যন্ত্র রখে দিতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে চট্টগ্রামে ওয়াসিম, রাব্বি ও তানভীর  সহ অনেকে শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগকে সম্মানিত করতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে ছাত্রদলকে কঠোর কর্মসূচি নিতে হবে।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক যথাক্রমে তারিকুল ইসলাম তানভীর, মাস্টার আরিফ, জহির উদ্দিন বাবর, মো. আনাছ, নুর জাফর নাঈম রাহুল, সদস্য যথাক্রমে মো. শামসু, ইমরান হোসেন বাপ্পী, দেলোয়ার হোসেন শিশির, আল মামুন সাদ্দাম ও আব্বাস উদ্দিন সহ বিভিন্ন থানা, কলেজ ও ওয়ার্ড ছাত্রদল নেতৃবৃন্দ। 

আরবি/জেডআর

Link copied!