বন্যা দুর্গতদের জন্য ত্রাণ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম আহমেদ পলাশের দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। মেধাবী শিক্ষার্থীর এমন মৃত্যুতে সহপাঠী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সকালে খানসামা উপজেলার ভাবকি ইসলামিয়া মাদ্রাসা মাঠে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়।
এর আগে গত ২৭ আগস্ট দিবাগত রাত ৩টার দিকে ট্রাকে করে নোয়াখালী সেনবাগের উদ্দেশ্যে ত্রাণ নিয়ে যাওয়ার পথে মীরসরাই পার হওয়ার পর জোরারগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন ফাহিম।
পরে বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬ টা ২০ মিনিটে ঢাকা সিএমএইচ হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ফাহিম আহমেদ পলাশ খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নে মুন্সি পাড়ার আক্কাস মিস্ত্রির ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
এছাড়াও ফাহিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিনাজপুর জেলা ছাত্রবান্ধন কমিটির সভাপতি ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। ফাহিম আহমেদ পলাশের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস উপজেলা ও জেলা প্রশাসনের।
আপনার মতামত লিখুন :