ঢাকা শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

চকরিয়ার শিশু বিশেষজ্ঞ মানবিক ডা. রাজীব ২১ বছর চিকিৎসা দিয়ে যাচ্ছেন

সাইফুল ইসলাম সাইফ, চকরিয়া

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৪, ১১:০৪ পিএম

চকরিয়ার শিশু বিশেষজ্ঞ মানবিক ডা. রাজীব ২১ বছর চিকিৎসা দিয়ে যাচ্ছেন

ছবি: রূপালী বাংলাদেশ

গরীব দুঃখী মানুষের ডাক্তার খ্যাত, সুবিধা বঞ্চিত শিশুদের বিনামূল্যে চিকিৎসাদানকারী নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ বিশ্বজিৎ রায় রাজীব দীর্ঘ ২১ বছর ধরে  চিকিৎসা সেবা দিয়ে আসছেন চকরিয়ায়।

তিনি একাধারে সমাজসেবক, দানশীল এবং মানবিক ডাক্তার নামে পরিচিত। তার চিকিৎসা সেবা নিয়ে গুরুতর অসুস্থ অনেক নবজাতক ও শিশু সুস্থ হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে পৌরশহরের হাসপাতাল রোডস্থ শেভরণের দ্বিতীয় তলায় চেম্বারটি উদ্ধোধন হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত তিনি সেখানে চিকিৎসা সেবা দিবেন। 

চকরিয়া শেভরণের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ নুরুল কবির চেম্বারের উদ্ধোধন করেন। এসময় তিনি বলেন, বিশ্বজিৎ রায় রাজীব একজন মানবিক এবং স্বনামধন্য ডাক্তার। তার থেকে চিকিৎসা সেবা নিতে আসেন চকরিয়া ছাড়াও লামা, লোহাগাড়া, পেকুয়া, বাঁশখালী থেকে। আমরা শেভরণ কতৃপক্ষ তাকে পেয়ে আনন্দিত।

বিশ্বজিৎ রায় রাজীব এমবিবিএস ডিসিএইচ (সি.ইউ) সিসিডি (বারডেম)। তিনি একজন ন্যায়পরায়ণ, সৎ, আন্তরিক, অমায়িক এবং বিনয়ী ব্যক্তি হিসেবে সকলের কাছে শ্রদ্ধার পাত্র।

এছাড়াও তিনি করোনাকালীন জীবনের ঝুঁকি নিয়ে নিজের চেম্বারে চিকিৎসা সেবা দেওয়ার সুনাম রয়েছে চকরিয়ায়।

ডাক্তার রাজীব জানায়, ২০০৩ সাল থেকে চকরিয়ায় নবজাতক ও শিশুদের চিকিৎসা সেবা দিয়ে আসছি। দীর্ঘ ২১ বছর চেষ্টা করেছি শিশুদের চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তুলতে। আমি গরীব, অসহায় পরিবারকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ দিয়ে আসছি। এটা আমার পরিবারের শিক্ষা। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

আরবি/জেডআর

Link copied!