বাংলাদেশ প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এমএসসি (গনিত) ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে নোবিপ্রবির ফলিত গণিত বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী সালেহা বেগম আয়মন।
তিনি নোয়াখালীর চাটখিল উপজেলার বিষ্ণুরামপুর গ্রামের রাজার বাড়ির সোলায়মান ভুলু ও হোসনেয়ারা দম্পতির একমাত্র কন্যা।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর এমএসসি ভর্তি পরীক্ষা (গনিত) অনুষ্ঠিত হয়।
আয়মান উপজেলার কড়িহাটি উচ্চ বিদ্যালয় থেকে ২০১৬ সালে এসএসসি এবং ২০১৮ সালে চাটখিল মহিলা ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলসহ পাশ করেন।
এরপর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগে ১৪তম ব্যাচে ভর্তি হন। নোবিপ্রবির ফলিত গণিত বিভাগ থেকে কৃতিত্বের সাথে প্রথম স্থান অর্জন করেন।
এছাড়াও আয়মন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৩ সেরা ১০ এর একজন ছিলেন।
আয়মন জানান, তিনি ভবিষ্যতে গণিত বিষয়ে গবেষণা করতে চান। এসময় তিনি দেশ ও জাতীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার আশা ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :