ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

ছাত্রলীগকে ডিম-জুতা মারলো ছাত্রদল

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪, ০৭:৫৮ পিএম

ছাত্রলীগকে ডিম-জুতা মারলো ছাত্রদল

ছবি: রূপালী বাংলাদেশ

দুইমাস আত্মগোপনে থাকার পর গ্রেপ্তার বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহাকে হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। প্রিজনভ্যানে তোলার সময় তাকে ডিম ও জুতা নিক্ষেপ করে ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। পুলিশের কৌশলের কারণে সজীব সাহার শরীরে একটিও ডিম-জুতা লাগেনি।

গত সোমবার সন্ধ্যায় বগুড়ার আদালত থেকে কঠোর নিরাপত্তায় তাকে কারাগারে প্রেরণ করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচিত ছিলেন সজীব সাহা। তিনি বগুড়া সদর উপজেলার মানিকচকের বাসিন্দা।

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের অঘোষিত রাজতন্ত্র ধ্বংস ও শেখ হাসিনার পতনের পর থেকে পলাতক ছিলেন বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা। দুইমাস আত্মগোপনে থেকেও তিনি পুলিশ চোখ ফাঁকি দিতে পারনেনি। গত রোববার রাজশাহী মহানগরের লক্ষ্মীপুর এলাকার জমজম ইসলামী হাসপাতালের পাশের গলি থেকে সজীব সাহাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে হত্যাসহ চারটি মামলা রয়েছে বলে নিশ্চিত করেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন।

গত সোমবার সজীব সাহাকে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পৃথক মামলায় কাঠগড়ায় ছিলেন আওয়ামী লীগ নেতা ও রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিউল ইসলাম খান রাজু। তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালতের বিচারক সুকান্ত সাহা।

বগুড়ার কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন জানান, সদর থানায় গত ২২ আগস্ট দায়ের করা হত্যা মামলার শুনানিতে সজীব সাহার অনুপস্থিতিতে কেউই জামিন আবেদন করেনি। পৃথক মামলায় তাদের রিমান্ড আবেদন আসতে পারে। পুলিশের কড়া নিরাপত্তায় তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এদিকে আদালতে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহার উপস্থিতির খবর পেয়ে ডিম ও জুতা হাতে বাইরে অপেক্ষায় ছিল ছাত্রদল। আদালতের বারান্দা, চত্বর এবং প্রিজনভ্যান ঘিরে রেখে ফাঁসি চাই, ফাঁসি চাইসহ তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে নানা স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। একারণে আদালত চত্বরে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছিল আইনশৃঙ্খলা বাহিনী। সন্ধ্যায় কৌশলগত নিরাপত্তার মাধ্যমে আদালত থেকে সজীব সাহা ও রাজুকে দ্রুত প্রিজনভ্যানের দিকে নিয়ে যাচ্ছিলেন পুলিশ সদস্যরা। প্রিজনভ্যানে তোলার সময় সজীব সাহাকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করা হয়। তবে প্রিজনভ্যানে ও পুলিশের হেলমেটে কয়েকটি ডিম লাগলেও সজীব সাহার শরীরে একটিও লাগেনি। দ্রুত কারাগারের দিকে যাচ্ছিলো প্রিজনভ্যান, পেছন পেছন ডিম-জুতা হাতে ছুটছিল ছাত্রদলের নেতাকর্মী।

আদালত সুত্র জানায়, গত ২০১৩ সালের ৩১ জানুয়ারি বগুড়া শহরের ফুলবাড়ী ভান্ডারী উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তায় সরকারি আজিজুল হক কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের অনার্স ৩য় বর্ষের ছাত্র আবু রুহানীকে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজিব সাহাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট শহরের ২নং রেল ঘুমটির উত্তরে ঝাউতলায় মিছিলে হামলা চালিয়ে গুলি করে রিপন ফকির হত্যা মামলায় এবং বড়গোলা ট্রাফিক মোড়ে পাকা রাস্তায় আব্দুল মান্নানকে হত্যা মামলার সাথে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ নেতা ও রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিউল ইসলাম খান রাজুকে বগুড়া সদর উপজেলা পরিষদের সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সদর উপজেলার মন্ডলধরন গ্রামের আব্দুর রহিম খানের ছেলে। 

আরবি/জেডআর

Link copied!