ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্ত পরিবেশে দীর্ঘ দেড়যুগ পর তৃনমুল নেতাকর্মীদের অংশগ্রহণে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খাগড়াছড়িতে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী।
বুধবার (১ জানুয়ারী) দুপুরের দিকে পায়রা ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
জেলার বিভিন্ন উপজেলা থেকে অংশ নেয়া হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে র্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে স্মৃতি ভাস্কর্যে পুস্পমাল্য অর্পণ করা হয়।
পরে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গনে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহেদুল হোসেন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।
খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এড. আব্দুল মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিংকু, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নুরশাদ হোসেন বাপ্পি, যুগ্ম সম্পাদক আবুল কাশেম রাসেল, সাংগঠনিক সম্পাদক একরমান হোসেন রানা।
সমাবেশে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, মো. আবু তালেব, কোষাধ্যক্ষ মফিজুর রহমান, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম ভূঁইয়া, খাগড়াছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নূর মোহাম্মদ হৃদয়, জেলা মৎসজীবি দলের সদস্য সচিব মো. রিয়াসাদ ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি উজ্জ্বল কান্তি দে প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে কুয়াশা ভেদ করে শিক্ষা, ঐক্য, প্রগতি এ মুলমন্ত্র ধারন করে জেলার ৯টি উপজেলা, ৩টি পৌরসভা ও ৮টি কলেজ ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী খাগড়াছড়ির এ ছাত্র সমাবেশে যোগ দেয়।
আপনার মতামত লিখুন :