আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ফেনীতে মানববন্ধন কর্মসূচি করেছে জেলা ও ফেনী সরকারি কলেজ ছাত্রদল। ১০ ডিসেম্বর সকাল ১১টার দিকে ফেনী সরকারি কলেজ গেইটের সামনে কলেজ ছাত্রদলের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন-জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন,সিনিয়র সহ-সভাপতি ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ, যুগ্ম সম্পাদক সওকত আলী জুয়েল পাটোয়ারী, সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ , পৌর ছাত্রদলের সদস্য সচিব ইব্রাহিম হোসেন ইবু ও ফেনী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবদুল হালিম মানিক,যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন সাগর, গিয়াস উদ্দিন। এছাড়াও জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন-পতিত সরকার আমলে প্রায় ১৭ বছরের মতো নির্যাতনের শিকার হন ছাত্রদলের নেতাকর্মীরা। রেহাই পায়নি অসংখ্য সাধারণ মানুষও । গত ৪ আগস্ট গণহত্যা, ছাড়াও দেশে শেখ হাসিনা সরকারের দোসর হয়ে আইনশৃঙ্খলাবাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তারা এ দেশের মানুষের ওপর জুলুম করেছে। যারা জুলম নির্যাতন ও গুম হত্যার সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান তারা। এবং ৪ আগস্টে নিজাম হাজারী ও শুসেনসহ যারা গণহত্যার সাথে জড়িত তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।
আপনার মতামত লিখুন :