চাঁপাইনবাবগঞ্জে গরীব, অসহায় ও হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলামের পক্ষে এ শীতবস্ত্র বিতরণ করে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট।
শনিবার (১১ জানুয়ারি) জেলার শিবগঞ্জ লাওঘাট্রা উচ্চ বিদ্যালয় মাঠে ট্রাস্টটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক প্রিন্সিপাল নুরে আলম তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক হাজার মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে অনতিবিলম্বে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা জরুরী বলে তাগিদ দেন অধ্যক্ষ নুরে আলম তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় বসার পর ১০টি কশিশন গঠন করেছে কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় আজ পর্যন্ত শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হয়নি। অথচ শিক্ষাই জাতির মেরুদন্ড। তাই সবার আগে জাতিকে সুষ্ঠ সবলভাবে মাথা উঁচু করে দাড়াতে হলে শিক্ষা ব্যবস্থার সংস্কার অত্যন্ত জরুরী। অনতিবিলম্বে সকল স্ট্যাক হোল্ডারদের সমন্বয়ে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা জরুরী। সাক্ষাতকালে প্রতিনিধি দল বলেন, ফ্যাসিস্ট এবং স্বৈরাচার আওয়ামীলীগ সরকার গত ষোল বছরে শিক্ষা এবং বিচার ব্যবস্থাসহ দেশের সকল সংস্থার অবকাঠামোগুলো ধ্বংস করে দিয়েছে।
তিনি বলেন, গত ৫ ই আগস্ট ছাত্র সমাজের নেতৃত্বে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা সেই স্বৈরাচার আওয়ামীলীগকে বিতাড়িত করে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে পেরেছি। তাই এখন সময় এসেছে দেশকে ঢেলে সাজানোর। সরকার যেহেতু ৬টি সংস্কার কমিশন গঠন করেছেন, তাই কালবিলম্ব না করে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা জরুরী। অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট গত ২৪ বছর অর্থ্যাৎ দুই যুগ যাবত দেশের শিক্ষার মান উন্নয়নে এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করছে। তাই ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিনিধিও এ কমিশনে অন্তর্ভুক্ত করতে হবে।
গত ২৪ বছরের ছাত্রকল্যাণ ট্রাস্টের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, দেশের শিক্ষার মান উন্নয়নে ছাত্রকল্যাণ ট্রাস্ট, প্রতিষ্ঠাকালীন সময় থেকে ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন কল্যানমূলক কর্মসূচী গ্রহন ও বাস্তবায়ন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ২০০১ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত সারা দেশের ৬ষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রায় দশ লক্ষ্যাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করে। শীতের কম্বল বিতরণকালে ছাত্রকল্যাণ ট্রাস্টের নির্বাহী পরিচালক, ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দীন আহমেদের বিশেষ ভুমিকার কথা তুলে ধরেন।
নুরে আলম তালুকদার বলেন, বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের বিভিন্ন কল্যাণমূলক কাজের অংশ হিসেবে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের কর্মসূচী গ্রহণ করে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট।
আপনার মতামত লিখুন :