বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ০৪:০৩ পিএম

দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

ছবি, সংগৃহীত

বগুড়া জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুস সবুর তুহিনের বিরুদ্ধে দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভিকটিমের স্বামী প্রবাসে থাকার সুযোগে তাকে জোরপূর্বক ধর্ষণ করে ওই ছাত্রলীগ নেতা।

অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতা আদমদিঘী  উপজেলার ছাটখইর এলাকার মো. গোলাম মোস্তফার ছেলে এবং বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।

ভুক্তভোগী নারী রূপালী বাংলাদেশকে জানান, আমার স্বামী বাড়িতে না থাকায় সে আমার বাড়িতে গভীর রাতে ঢুকে জোর পূর্বকভাবে ধর্ষণ করে। বিষয়টি আমি আমার স্বামীকে জানাতে চাইলে সে আমাকে প্রাণনাশের হুমকি প্রদান করে। এ বিষয়টি কাউকে কিছু জানালে আমিসহ আমার সন্তানদেরও হত্যা করবে বলে আমাকে হুমকি দিয়ে আসছে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত তুহিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

ধর্ষণের এই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গতকাল রবিবার আদমদিঘী থানায় মামলা করেন।

এ বিষয়ে আদমদিঘী থানার পুলিশ (এসআই) বলেন, গৃহবধূর ধর্ষণের মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে কাজ রয়েছে পুলিশ।

আরবি/এস

Link copied!