কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত রংপুর কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সাগর (২৮) কে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সোমনারায়ন গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে মেহেদী হাসান সাগর নিষিদ্ধ ঘোষিত রংপুর কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। গত ৫ আগস্টে পর সে গা ঢাকা দেয়। শুক্রবার (১১ জানুয়ারি) গভীর রাতে রাজারহাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সোমনারায়ন এলাকা থেকে সাগরকে গ্রেপ্তার করে।
সাগরের বিরুদ্ধে রাজারহাট থানায় একটি মামলা দায়ের হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকালে পুলিশ তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাংগাঠনিক সম্পাদক সাগরকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :