ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

কলাপাড়ায় অপহরণ হওয়া শিশু বেনাপোল থেকে উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৪, ০৫:০৮ পিএম

কলাপাড়ায় অপহরণ হওয়া শিশু বেনাপোল থেকে উদ্ধার

ছবি: রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়া থেকে অপহরণ হওয়া চারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মো. কামরুজ্জামান (৯) বেনাপোল থেকে উদ্ধার করা হয়েছে। উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বলিপাড়া গ্রামের সাইফুল ঘরামির ছেলে মো. কামরুজ্জামান। ঘটনা সূত্রে জনাগেছে, বৃহস্পতিবার বিকালে কামরুজ্জামান তার স্কুল মাঠে খেলতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। উদ্ধারের পরে তার কাছ থেকে জানা যায় অপহরণকারীরা তাকে জোর করে ধরে অটোরিক্সায় নিয়ে অজ্ঞান করে ফেলে। পরে সে আর কিছু বলতে পারেনা। শুক্রবার সকাল ৯টার পরে বেনাপোল বন্দরের একজন স্হানীয় শিশুটিকে উদ্ধার করে জিজ্ঞাসা করলে সে তার ঠিকানা বলে। এসময় উদ্ধারকারী ব্যক্তি শিশুটিকে বেনাপোল বন্দর থানায় দিয়ে যায়। পরবর্তীতে শিশুটির পিতা কামরুজ্জামানের নাম্বারে ভিডিও কলে কথা বলে সিওর হয়। পরে পরিবারের লোকজন বেনাপোল বন্দর থানা থেকে শিশুটিকে নিয়ে নিজ গ্রামের বাড়ি কলাপাড়ার শনিবার ভোরে এসে পৌঁছায়।

চারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম আর্শ্বেদ জানান, মো. কামরুজ্জামান আমাদের বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী খেলতে গিয়ে অপহরণ হয়। পরে তাকে বেনাপোল থেকে উদ্ধার করা হয়েছে।

আরবি/জেডআর

Link copied!