ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫

ঠাকুরগাঁওয়ে গর্তের পানিতে পড়ে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৪, ১১:৪৩ এএম

ঠাকুরগাঁওয়ে গর্তের পানিতে পড়ে শিশুর মৃত্যু

ছবি: রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গর্তে জমে থাকা পানিতে পড়ে সানজিদ হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে রাণীশংকৈল পৌরসভার দক্ষিণ ভান্ডারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই শিশু ভান্ডারা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির সময় বাড়ির লোকজনের অগোচরে বাইরে বের হযয়ে যায়  সানজিদ হোসেন ।এ সময় রান্নার কাজে ব্যস্ত ছিলেন তার মা। পরবর্তীতে  বাড়ির উঠানে সানজিদ হোসেনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। পরে সন্ধ্যার দিকে বসতবাড়ির পাশের গর্তে (মাটি কেটে করা) জমে থাকা বৃষ্টির পানিতে সানজিদ হোসেনের পরিহিত জুতা ভাসমান অবস্থায় দেখতে পান। সেই গর্তের পানির ভিতর থেকে শিশুটিকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জয়ন্ত কুমার সাহা জানান, শিশুটির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

আরবি/জেআই

Link copied!