কক্সবাজার শহরে মঙ্গলবার বিকেলে শিশু ছাত্র আল মাহমুদ হক আহাদ নিখোঁজ হয়। রাতে তার মরদেহ উদ্ধার করা হয়েছে কলাতলি ডিসির ৫১ একর পাহাড় নামে এলাকায়।
৭ জানুয়ারি মঙ্গলবার দিনগত রাত আনুমানিক ২টার দিকে কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ডিসি পাহড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শিশুটি ওই এলাকার আনোয়ারুল হকের ছেলে ও স্থানীয় কিন্ডারগার্টেনের ১ম শ্রেণীর ছাত্র।
জানা যায়, ৫ বছরের শিশু আহাদ এইদিন বিকেল ৫টায় নিখোঁজ হয়৷ সারাদিন খোঁজাখুঁজির পরও কোথাও সন্ধান পায়নি শিশুটির পরিবার। প্রায় ৯ ঘন্টা পর তার মরদেহের সন্ধান পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াস খান জানান, ময়না তদন্তের জন্য শিশুর মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :