ঢাকা শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

ফটিকছড়িতে শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৪, ০৪:৪০ পিএম

ফটিকছড়িতে শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

ছবি: রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজ হওয়ার ১৩ দিন পর সেপটিক ট্যাংকে বস্তাবন্দি অবস্থায় তাবাসসুম (৬) নামের এক শিশুর লাশ পাওয়া গেছে। ২৯ নভেম্বর (শুক্রবার) উপজেলার দাঁতমারা ইউপির বড় বেতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই শিশু উক্ত এলাকার আমান উল্লাহর কন্যা।

জানা যায়, গত ১৭ নভেম্বর নিজ বাড়ি থেকে নিখোঁজ হন তাবাসসুম। পরেরদিন ভূজপুর থানায় শিশুটির পরিবারের পক্ষ থেকে একটি নিখোঁজ ডায়েরি করা হয়। নিখোঁজের দীর্ঘ ১৩ দিন পর (২৯ নভেম্বর) তাবাসসুমের পাশের বাড়ির একটি সেপটিক ট্যাংকে বস্তাবন্দি লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

এ ব্যাপারে স্থানীয় একরাম বলেন, শিশুটি নিখোঁজের পর থেকে আমরাও অনেক খোঁজাখুঁজি করেছি। এ ধরনের পরিকল্পিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।

শিশুটির চাচা রাসেল বলেন, আমরা সকালে জানতে পারি টয়লেটে বস্তাবন্দি লাশ পাওয়া গেছে। পরে গিয়ে দেখি লাশটি আমার ভাতিজির। আমার ভাই বিএনপির রাজনীতি করে। তাকে বিভিন্ন সময় মামলা হামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আমরা এ পরিকল্পিত হত্যাকাণ্ডের বিচার চাই।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ গোলাম সরওয়ার বলেন, খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গিয়েছে। লাশ উদ্ধারের পর পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

আরবি/জেডআর

Link copied!