ঢাকা রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

সুনামগঞ্জে জন্মষ্টমীতে চিত্রাংঙ্গন প্রতিযোগিতা

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪, ০৬:৩৮ পিএম

সুনামগঞ্জে জন্মষ্টমীতে চিত্রাংঙ্গন প্রতিযোগিতা

ছবি: রূপালী বাংলাদেশ

সুনামগঞ্জ: দুষ্টের দমন ও মানব কল্যাণের শান্তি প্রতিষ্ঠায় প্রায় সাড়ে ৫ হাজার বছর পূর্বে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ (১৪৩১ বঙ্গাব্দ) এই ধরাদামে আবির্ভাব করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে সুনামগঞ্জে তিনটি গ্রুপে শিশুদের চিত্রাংঙ্গন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা শ্রী শ্রী জন্মাষ্টমী পরিষদ ও হিন্দু ধর্মীয় কল্যাষ ট্রাস্ট ধর্মবিষয়ক মন্ত্রনালয় জেলা কার্যালয়ের আয়োজনে ও জেলা পূজা উদযাপন পরিষদ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদের যৌথ সহযোগিতায় শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী কালিবাড়ি নাট মন্দির প্রাঙ্গনে চিত্রাংঙ্গন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে তিনশতাধিক শিশু শিক্ষার্থীরা চিত্রাংঙ্গন প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। এদের মধ্যে তিনটি গ্রুপে ৩জন করেন মোট ৯জন শিক্ষার্খী বিজয়ী হন।

শ্রী শ্রী জন্মাষ্টমী পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট রাধাপদ সূত্রধরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মণি কাঞ্চন দাস ও মিঠুন চৌধুরীর যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-পুলিশ সুপার এম এন মোর্শেদ, সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির সাধারন সম্পাদক বিমল বণিক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট বিমান কান্তি রায়,সাবেক মহিলা পৌর কাউন্সিলর কলি তালুকদার আরতি, পৌর
কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ,জেলা আইনজীবি সমিতিরসহ সভাপতি এ্যাডভোকেট গৌরাঙ্গ দাস, সুনামগঞ্জ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক রবীন আচার্য্য, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের প্রতিনিধি কুলেন্দু শেখর দাস প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ,সদর মডেল থানার অফিসার ইনচাজর্ মো. আব্দুল আহাদ, জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদের সাধারন সম্পাদক শীলা বসু, পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি এ্যাডভোকেট প্রণব কান্তি দাস নীলু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি চন্দন কুমার দাস, শ্রীশ্রী তারকব্রক্ষ্র হরিণাম সংকীর্তণ উদযাপন
পরিষদেও সভাপতি বিপ্রেশ রায় বাপ্পী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক প্রমথ চক্রবর্তী,পুজা উদযাপন পরিষদ পৌর শাখার সভাপতি প্রদীপ কুমার চৌধুরী আচঁল,সাধারন সম্পাদক সন্তোষ রায় সন্তো প্রমুখ।

আরবি/জেডআর

Link copied!