ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

চট্টগ্রাম মহানগর যুবদলের র‌্যালী ও শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ০৫:০১ পিএম

চট্টগ্রাম মহানগর যুবদলের র‌্যালী ও শ্রদ্ধা নিবেদন

ছবি: রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, সামনের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গঠনের মাধ্যমে বাংলাদেশ সারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা জিয়াউর রহমানের সৈনিকেরা দেশ প্রেমে উদ্ভুদ্ধ হয়ে আজকে বিপ্লব ও সংহতি দিবসের চেতানাকে ধারণ করে ইনশাআল্লাহ আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলবো। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রামে যে ঐতিহাসিক কর্মসূচি পালন হবে সকলকে যার যার আঙ্গিক থেকে তা পালন করার আহবান জানাচ্ছি। ছাত্র-জনতার আন্দোলনের ফলে বাংলাদেশকে বৈষম্যহীন, শোষণ বঞ্চনামুক্ত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার সুবর্ণ সুযোগ এসেছে। সকলকে তা কাজে লাগানোর উদাত্ত আহবান জানাচ্ছি।

৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত নগরীর ষোলশহর ঐতিহাসিক বিপ্লব উদ্যানে শ্রদ্ধা নিবেদন ও র‌্যালীপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, দীর্ঘ স্বৈরতান্ত্রিক শাসনের জাঁতাকল থেকে মুক্তি পেয়ে বাংলাদেশ যেন আবার নতুন করে স্বাধীন হয়েছে। দীর্ঘদিন আমাদের দেশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার, আইনের শাসন, মৌলিক অধিকার-এসবের অস্তিত্ব যেন নিঃশেষিত হয়ে গিয়েছিল। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আরো একটি নতুন বাংলাদেশ গড়া প্রত্যয় ঘোষণা করছি। মানবিক বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ গড়ে তুলবো। ইনশাআল্লাহ।

এতে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সাবেক সহ সভাপতি শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, আব্দুল করিম, আব্দুল গফুর বাবুল, মিয়া মো. হারুন, জসিমুল ইসলাম কিশোর, মুজিবুর রহমান অরূপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকি, সাবেক যুগ্ম সম্পাদক মো. হুমায়ুন কবির, মো. সেলিম, ইকবাল পারভেজ, মো. এরশাদ হোসেন, আব্দুল হামিদ পিন্টু, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, গুলজার হোসেন, রাজন খান, ওমর ফারুক, সাবেক সহ সাধারণ সম্পাদক আসাদুর রহমান টিপু, সাইফুদ্দিন মো. মারুফ, জাফর আহমেদ খোকন, তানভীর মল্লিক, সাবেক সম্পাদক মন্ডলী‍‍`র সদস্য নুর হোসেন উজ্জ্বল, জিল্লুর রহমান জুয়েল, মুহাম্মাদ সাগির, গাজী ফারুক, মোহাম্মদ আলী, মহিউদ্দিন মুকুল, ইফতেখার শাহরিয়ার আজম, আসাদুজ্জামান রুবেল, সাবেক সহ সম্পাদক বৃন্দ আতিকুর রহমান আতিক, মনোয়ার হোসেন মানিক, কমল জৌতি বড়ুয়া, কামরুল ইসলাম, কোরবান আলী, মোহাম্মদ শাহেদুল ইসলাম শাহেদ, জহিরুল ইসলাম জহির, আনোয়ার হোসেন আনু, আরিফ হোসেন, মেজবাহ উদ্দিন মিন্টু, আবুল কালাম, নুরুল ইসলাম আজাদ, হাফেজ কামাল উদ্দিন, সিরাজুল ইসলাম সিকদার, গুলজার হোসেন মিন্টু, জাহাঙ্গীর আলম বাবু, সাইদুল ইসলাম, হোসেন উজ-জামান, সুলতান আহমেদ খান সুমন, মোহাম্মদ ইউসুফ, জাহাঙ্গীর আলম মানিক, সাবেক সদস্য শওকত আলী জুয়েল  আফসার উদ দোলা অপু, আইয়ুব আলী, শাবাব ইয়াজদানী, মাহবুব খান জনি, মো. কলিম উল্লাহ, সাইদুল হক শিকদার, আজিজ চৌধুরী, থানা যুবদলের সাবেক আহবায়ক বজল আহমেদ, কুতুব উদ্দিন, সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম মঞ্জু, শওকত খান রাজু, শেখ রাসেল, হাবিব উল্লাহ খান রাজু, মোহাম্মদ রাশেদ, সাবেক সি. যুগ্ম আহবায়ক নুর খান, সাইফুল আলম রুবেল, ইউনুছ মুন্না, ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক মেজবাহ উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আক্তার, মো. এস্কান্দার, মো. মেহেদী, মো. মুজাহিদ, জহিরুল ইসলাম জহির, মোহাম্মদ হাসান, মো. সাদেক, আবু বক্কর বাবু, মো. জাবেদ, সাইফুল ইসলাম, সোলেমান হোসেন মনা, রাসেল খান, দেলোয়ার হোসেন, আবদুল্লাহ আল ফিরোজ টিপুসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

আরবি/জেডআর

Link copied!