ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

চুয়াডাঙ্গার তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪, ১২:০৩ পিএম

চুয়াডাঙ্গার তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে

ছবি: রুপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গায় তাপমাত্রা আরও কমল। রবিবার এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি।

সোমবার (১৮ নভেম্বর) তা ১৪.২ ডিগ্রিতে নেমে গিয়েছে। তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে শীতের তীব্রতা। মধ্যে রাত থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ছে বিস্তীর্ণ এলাকা। ভোররাত থেকে বৃষ্টি মতো ঝড়তে থাকে কুয়াশা। যা সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত অব্যাহত থাকে। ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে দূরপাল্লার যানবাহনগুলো বিলম্বে যাতায়াত করছে।

অন্যদিকে কুয়াশা ও ঠান্ডার কারণে এ অঞ্চলের খেটে খাওয়া মানুষগুলো বিপাকে পড়েছে। তারা সময় মতো কাজে যেতে পারছে না।

চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়ার গ্রামের আটো চালক জাহাঙ্গীর আলম বলেন, সকালে ঘন কুয়াশার কারণে গাড়ী নিয়ে সড়কে বের হওয়া যাচ্ছে না। এতে ভাড়া মারতে কষ্ট হয়ে যাচ্ছে। এছাড়াও শীতল হাওয়ার কারণে হাত বরফ হয়ে যায়।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, চুয়াডাঙ্গায় সকাল ৯টায় সর্বমিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ। যা চুয়াডাঙ্গা জেলার এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

আরবি/জেআই

Link copied!