রাঙ্গামাটির বাঘাইছড়িতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ নভেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার বটতলীছড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১০ আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহতরা হলেন- মাহমুদুর রহমান, শামসুর রহমান, আব্দুল মজিদ, আব্দুল আজিজ, মাহবুবুর রহমান, আরিফুর রহমান ও তৈয়বুর রহমান। অন্যদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহমুদুর রহমান ও তৈয়বুর রহমান তারা আপন চাচাতো ভাই। দীর্ঘদিন ধরে জমি বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে মামলা-মোকাদ্দমা চলছে। মামলাকৃত জমির দখল ও ভাগাভাগি নিয়ে বুধবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে একপক্ষের তৈয়বুর রহমানের শাররিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তাৎক্ষণিক খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য পক্ষের আব্দুল মজিদ ধারাল অস্ত্রের আঘাত নিয়ে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, জমিজামা নিয়ে নিজের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এঘটনায় কয়েজন আহত হয়েছে বলে খবর পেয়েছি। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে উভয় পক্ষের কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত সহায়তা দেওয়া হবে।
আপনার মতামত লিখুন :