ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন নিয়ে দুইপক্ষের সংঘর্ষ।
শনিবার বিকেলে শহরের গভর্মেন্ট মডেল গার্লস হাইস্কুলে হওয়া এই সংঘর্ষে ছয় জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ফয়সাল (২৬) ও বোরহান উদ্দিন (২১) নামের দুই শিক্ষার্থী বেশি আঘাত পেয়েছেন। আহত ফয়সালকে গুরুতর অবস্থায় ঢাকায় রেফার করা হয়েছে। তাঁর মাথার খুলির হাড় ভেঙে গেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
আহত অন্য পাঁচজনের মধ্যে ৩ জন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে (জেলা সদর হাসপাতাল) চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি দুজনকে হাসপাতালে ভর্তি দেওয়া হলেও তাঁরা ভর্তি হননি।
পুলিশ জানায়, কমিটি গঠন নিয়ে তৌসিফ ও ফয়সালের পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, কমিটি গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে আজ বিকেলে শহরের গভর্মেন্ট মডেল গার্লস হাই স্কুলের মাঠে একটি সভার আয়োজন করা হয়। শহর ও বিভিন্ন উপজেলা থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা তাতে উপস্থিত হয়। সভার এক পর্যায়ে দুপক্ষ তর্কবিতর্ক ও হাতাহাতিতে লিপ্ত হয়। পরে সংঘর্ষে জড়ায়। এসময় বেশ কয়েকজন আহত হন। তাদের মধ্যে বোরহান ও ফয়সালকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসক সুমন ভূইয়া বলেন, ‘আহত ৬ জন হাসপাতালে চিকিৎসা নিতে আসে। এর মধ্যে ফয়সালের অবস্থা গুরুতর। তাঁর মাথা, চোখ ও কপালে আঘাত লেগেছে। সিটিস্ক্যানে মাথার খুলির হাড় ভাঙা দেখা গেছে। সে কারণে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া আরও ২ জনকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছিল। তারা হাসপাতালে ভর্তি হয়নি। অন্য ৩ জন চিকিৎসা নিয়ে চলে গেছে।’
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘কমিটি গঠনকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা ঘটনাস্থল ত্যাগ করে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি।’
আপনার মতামত লিখুন :