নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকায় গত বৃহস্পতিবার মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছে।
আহতদের মধ্য থেকে সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মালিবাগে প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাজাহান নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত শাহজাহান উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের আল ইসলামের ছেলে।
নিহতের মা রিনা বেগম বলেন, পূর্বশত্রুতার জের ধরে ইমরান ও বিজয়সহ ৬ থেকে ৭ জনের সন্ত্রাসী শাহজাহানের পথ গতিরোধ করে তাকে কুপিয়ে জখম করে। পরে তার চিৎকারে আশেপাশে লোকজন এসে তাকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোনারগাঁ থানার ওসি আবদুল বারী বলেন, সংঘর্ষ`র ঘটনায় হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :