চট্টগ্রামের ফটিকছড়িতে প্রায় দুই কেজি ভারতীয় গাঁজাসহ একটি সিএনজি জব্দ করেছে বিজিবি। সোমবার (৩১ ডিসেম্বর) রাত ১টার দিকে দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাংলাবাজার এলাকায় এ অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় জোনের অধীনস্থ নলুয়াটিলা বিওপির হাবিলদার মো. ফিরোজের নেতৃত্বে একটি টহল দল এ অভিযান চালালে সিএনজি রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় ১ কেজি ৯০০ গ্রাম ভারতীয় গাঁজা এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত গাঁজা ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয় এবং সিএনজি ভূজপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
রামগড় জোনের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, বিজিবি সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক চোরাচালান প্রতিরোধে সর্বদা প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদকসহ যেকোনো অবৈধ চোরাচালানকে কঠোরভাবে দমন করা হবে।
আপনার মতামত লিখুন :