পার্বত্য খাগড়াছড়ির গুইমারায় অস্ত্র ও গুলিসহ জসিম ত্রিপুরা প্রকাশ রুবেল ত্রিপুরা ও মো. মঞ্জুর আলম নামে দুই সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গুইমারা বড়পিলাক এলাকা থেকে তাকে আটক করে।
আটককৃত জসিম ত্রিপুরা প্রকাশ রুবেল ত্রিপুরা হরকুমার কারবারি পাড়ার বাসিন্দা গৃদ্বিজয় ত্রিপুরা ছেলে এবং মো. মঞ্জুর আলম কলাবাড়ি এলাকার বাসিন্দা মো. বাচ্চু মিয়ার ছেলে। আটককৃতররা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএস`র (সংস্কার) কর্মী।
জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী-পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী গুইমারার বড় পিলাক বাজার সংলগ্ন চলাচলের রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে অস্ত্র ও গুলিসহ পানছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
গুইমারা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটটককৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :