ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

অতিবৃষ্টির প্রভাবে কলাপাড়ার উপকূলীয় জনজীবন বিপর্যস্ত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৪, ১১:৪৫ পিএম

অতিবৃষ্টির প্রভাবে কলাপাড়ার উপকূলীয় জনজীবন বিপর্যস্ত

ছবি: রূপালী বাংলাদেশ

গভীর স্থল নিম্নচাপের কারনে পটুয়াখালীর কলাপাড়া উপকূলীয় এলাকায় গত দিনদিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। অতিবৃষ্টির প্রভাবে কলাপাড়ার উপকূলীয় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এটি আরো উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে।

বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর (পুন:) তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে বৃষ্টির কারনে উপকূলীয় এলাকার জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।

ভোগান্তিতে পড়েছে সাধারন মানুষ। টানা বৃষ্টিতে বিভিন্ন নিচু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে আছে আমন ক্ষেত। এতে দুশ্চিন্তায় পড়েছেন চাষীরা।

আরবি/জেডআর

Link copied!