ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

ভোলায় সেলুন পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ০৭:৪৩ পিএম

ভোলায় সেলুন পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ

ছবি: রূপালী বাংলাদেশ

উপকূকীয় দ্বীপ জেলা ভোলায় বইছে কনকনে তীব্র শীত। পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দরিদ্র বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ভোলার জেলা প্রশাসন। জেলা প্রশাসনের সহায়তায় ভোলা জেলা সেলুন মালিক সমিতি মঙ্গলবার ২১ জানুয়ারি সকালে নতুন বাজারে মুক্তিযোদ্ধা সংসদের সামনে সমিতির সদস্য ও সেলুন পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা ত্রান কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা সেলুন মালিক সমিতির উপদেষ্টা মো. আলাউদ্দিন ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ভোলা জেলা শাখার সভাপতি সাংবাদিক শিমুল চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন ভোলা জেলা সেলুন মালিক সমিতির সভাপতি তপন চন্দ্র শীল, সাধারণ সম্পাদক শিপন চন্দ্র শীল, সহ-সাধারণ সম্পাদক-উজ্জল চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক-তাপস চন্দ্র শীল। সদস্য-লিটন চন্দ্র শীল প্রমুখ।

আরবি/জেডআর

Link copied!