চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় হাসিবুল নামের এক কলেজছাত্র (২০) নিহত হয়েছে। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে রোববার দামুড়হুদা উপজেলার মদনা গ্রাম হতে রাতে ধর্মীয় সভা শুনে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। সে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের প্রতাবপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ধর্মীয় সভা শুনার পর রোববার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মদনা গ্রাম হতে নিজ গ্রাম প্রতাবপুরে হেটে বাড়ি ফেরার সময় প্রতাবপুর মাঠের কমলা বাগানের নিকট পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল সরাসরি হাসিবুলকে ধাক্কা মারলে সে পিচ রাস্তার ওপর ছিটকে পড়ে যায় এবং মাথায় প্রচন্ড আঘাত পায়।গ্রামের লোকজন খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে রাতেই চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঐরাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। দুইদিন চিকিৎসার পর আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদ তিতুমীর ঘটনা সম্পর্কে বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়টি আমার জানা নাই। তবে অপমৃত্যু মামলা হলে রাজশাহীতে হবে।
আপনার মতামত লিখুন :