সোমবার, ৩১ মার্চ, ২০২৫

দাউদকান্দিতে তারুণ্যের উৎসব উদযাপনে বর্ণাঢ্য র‌্যালি

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫, ১২:৫২ পিএম

দাউদকান্দিতে তারুণ্যের উৎসব উদযাপনে বর্ণাঢ্য র‌্যালি

ছবি: রূপালী বাংলাদেশ

কুমিল্লার দাউদকান্দিতে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হল রুমে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।

এ সময়  দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম এর সভাপতিত্বে র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা, দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরবি/জেডআর

Link copied!