গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভার শুরুতে সকল শহিদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। স্মরণসভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মৃদুল কুমার দাস, ওসি মো. আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ, আহত বীর যোদ্ধা মো. রাজু তালুকদার, হামীম বিশ্বাস, শহিদ রথীনের ভাবী মাধুরী বাড়ৈ, সাংবাদিক মিজানুর রহমান বুলু বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে শহিদদের রুহের মাগফিরত কামনায় বিশেষ দোয়া ও শহিদ এবং আহতদের পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :