অতিতের প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানের ভাবমুর্তি নষ্ট হয়েছে, তা ফিরিয়ে আনতে বদ্ধ পরিকর নির্বাচন কমিশন। সে লক্ষ্যে কাজ করছে তারা। বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ ।
রবিবার সকালে আঞ্চলিক নির্বাচনে কার্যালয়ে জেলার সকল স্তরের নির্বাচন সংশিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, এবারের নির্বাচনে কোন ইভিএম ব্যবহার হচ্ছে না। শুধু তাই নয়, এখন পর্যন্ত কোন দলের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত হয়নি। তবে নির্বাচনের আগ পর্যন্ত দেখা হবে, যদি কেউ পদভ্রস্ট হয় সে ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবারের নির্বাচনের প্রধান চ্যালেঞ্জ হবে হারানো নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনা। নির্বাচন কমিশন এ সুযোগ হারাতে চায় না বলেও উল্লেখ করেন তিনি।
কমিশনার আরো বলেন, বিগত সময়ে প্রিজাইডিং ও পোলিং অফিসারা ঠিকভাবে কাজ করতে পারেনি তবে এবার নিরপেক্ষ মানুষদের দায়িত্ব দেয়া হবে এবং ক্ষমতায়ন করা হবে।একইসাথে সমভাবে ভোট আয়োজনের জন্য সকল পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
এসময় শুধু এনআইডি সংশোধনের জন্য ৩ লাখ ৮৮ হাজার আবেদন পেন্ডিং আছে উল্লেখ করে নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত ও এনআইডিতে সঠিক তথ্য নিশ্চিত করতে সতর্কভাবে কাজ করার নির্দেশ দেন কমিশনার। স্থানীয় নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান । পরে লায়ন্স স্কুলে ভোটার হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অবঃ) নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন। বিশেষ অতিথি-রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, রংপুর পুলিশ সুপার মোঃ আবু সাইম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম।
আপনার মতামত লিখুন :