যদি হও একত্র জয় পাবে র্সবত্র ”সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে আলাচনা সভা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
কটিয়াদী উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে শনিবার সকাল ১১টায় কটিয়াদী উপজেলা পরিষদের সামনে থেকে উপস্থিত সমবায়ীদেরকে নিয়ে একটি র্যালি বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষণি করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজলা সমবায় কর্মকর্তা জিল্লুর রহমান খানের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আজিজুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম ভুঁইয়া, কটিয়াদী প্রেসক্লাবের আহবায়ক অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, সাংবাদিক সৈয়দ মুরসালিন দারা সিকো, সফল সমবায়ী মো. মোস্তফা প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী প্রেসক্লাবের সদস্য সচবি মাইনুল হক মেনু, দৈনিক যায়যায় দিনের প্রতিনিধি মাসুম পাঠান, দৈনিক ভোরের আকাশ প্রতিনিধি মিয়া মোহাম্মদ ছিদ্দিকসহ সৃবায়ী ও সাংবাদকিবৃন্দ। অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ তিনজন সমবায়ীর হাত ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
আপনার মতামত লিখুন :