ঢাকা রবিবার, ০৩ নভেম্বর, ২০২৪

অর্থের অভাবে ধুকছে ব্রীজ ভেঙে ৯ যাত্রী নিহত হওয়ার জায়গায় কাঠের পুল নির্মাণ

তাপস মাহমুদ, বরগুনা

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ১১:৫৮ পিএম

অর্থের অভাবে ধুকছে ব্রীজ ভেঙে ৯ যাত্রী নিহত হওয়ার জায়গায় কাঠের পুল নির্মাণ

ছবি: রূপালী বাংলাদেশ

গত ২২ শে জুন হলদিয়া হাট সংলগ্ন খালে লোহার ব্রীজ ভেঙে বরযাত্রী সহ ৯ জনের মর্মান্তিক মৃত্যুর পরে এলাকাবাসীর উদ্যোগে নির্মিত হচ্ছে কাঠের পুল। পুলটি নির্মাণে ইতোমধ্যে ৬০ শতাংশ কাজের দৃশ্যমান হলেও বর্তমানে অর্থের অভাবে অগ্রগতি মন্থর গতিতে চলছে। বর্তমানে অর্থের অভাবে ধুকছে ব্রীজ নির্মাণের কাজ।

হলদিয়া ইউনিয়নের নান্নু মোল্লা বলেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সকলের সহযোগিতায় কাঠের পুলটির নির্মাণের উদ্যোগ নেয়া হয়। ৩২২ ফুট এই কাঠের পুলটি নির্মাণে ব্যয় ধরা হয়েছিল প্রায় ৮ লক্ষ টাকা। যার মধ্যে মিস্ত্রি খরচ ব্যয় হচ্ছে প্রায় তিন লক্ষ টাকা।

তিনি বলেন, পুলের সকল কাঠ এলাকাবাসী থেকে দেয়া হলেও গাছকাটা মজুরি, বহন এবং করাতকল থেকে নির্মাণাধীন স্হানে নিয়ে আসায় ব্যয় হয়ে গেছে দেড় লক্ষ টাকার উপরে। এখনো গাছ কাটা চলছে।

ইতোমধ্যে পুলটি নির্মাণের ৬০ ভাগ সমাপ্ত হলেও বাকী ৪০ ভাগ নির্মাণে তাদের হিমশিম খেতে হচ্ছে। তাদের প্রাথমিক হিসাব করার সময় এসড়কে চলাচলকারী ভাড়ায় মোটরসাইকেল এবং অটোরিকশা চালকদের একটা অর্থ দেয়ার আশ্বাস পেলেও তারা না দেয়ায় এবং সরকারের তরফ থেকে অর্থ না পাওয়ায় এখন তারা অর্থ সমস্যায় পড়েছে। তিনি বলেন কাজ থেমে গেলে পুনরায় চালু হওয়ায় অনেক বিড়ম্বনা পোহাতে হবে।

এজন্য তিনি এবং পুল নির্মাণে অন্যতম উদ্যোক্তা মকবুল খান তাদের ব্যক্তিগত বিকাশ নম্বর দিয়ে সমাজের বিত্তবানদের সহায়তা কামণা করেছেন। 

০১৭১২৮৫৬৪৮৩, ০১৭২৬২৭৭১১ বিকাশ এবং ০১৮২৪৪৯১২২৩ নগদ নম্বরে অর্থ সহয়তার কামণা করেন। 

উল্লেখ্য, চলতি বছরের ২২ জুন দুপুরে হলদিয়া খালের উপরে লোহার পুল ভেঙে বরযাত্রী বাহী একটি মাইক্রোবাস ও একটি অটোরিকশা খালে পড়ে যায়। এতে ঘটনা স্হলে ৯ জনের মৃত্যু হয়। হলদিয়া ইউনিয়নের সঙ্গে উপজেলা শহরের সঙ্গে সহজ পথ হওয়ায় গত সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে কাঠের পুল নির্মাণের উদ্যোগ নেয় এলাকাবাসী। 

আরবি/জেডআর

Link copied!