মির্জাপুরের বাঁশতৈল ইউনিয়নে প্রভাব খাটিয়ে রাস্তা বন্ধ করে আওয়ামী লীগ নেতার ঘর নির্মাণ। আওয়ামী লীগ নেতার বাড়ি মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংখুরি উত্তরপাড়া এলাকায়। সে ওই এলাকার মৃত কালু মিয়ার ছেলে সেকেন্দার হোসেন শওকত।তার প্রভাবে অতিষ্ঠ এলাকাবাসী। সে এর আগে পাশেই একটি মসজিদ ও বাজার বন্ধ করে দিয়েছে বলেও জানান এলাকাবাসী।
এলাকাবাসী জানায়,দূরদুরান্ত থেকে এই রাস্তায় অনেক মানুষের চলাচল রয়েছে। রাস্তাটি পেঁকুয়া টু অভিরাম হয়ে বালিয়াজান, ইনতখাঁচালা, বড়চালা ও বংখুরী এলাকা হয়ে সখিপুর ও মির্জাপুর উপজেলার ছোটবড় সকল রাস্তার যোগাযোগ স্থল। হঠাৎ রাস্তায় ঘর উঠাতে দেখার পর সকলেই নিষেধ করলেও থামেনি ঘরের কাজ বরং প্রভাব খাটিয়ে শওকত হোসেন ক্ষিপ্ত হয়ে উঠে। এলাকাবাসীর দাবি রাস্তাটি যেনো বন্ধ না হয়।
সেকেন্দার হোসেন শওকত বলেন, ঘর উঠানোর আগে কেউ বাঁধা দেয়নি।রাস্তা আমি দিব তবে একা দিবনা, পাশের জমির মালিককেও দিতে হবে। আমার ভুল হয়েছে সকলের সাথে পরামর্শ করে ঘরটি উঠানো উচিত ছিলো।
তিনি আরও বলেন,আমি আওয়ামী লীগের কেউ না,আমাকে জোর করে ওয়ার্ড কাউন্সিলর বানানো হয়েছিলো।কোনদিন মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করিনি। সবার সাথে সুসম্পর্ক বজায় আছে। এ বিষয়ে বাঁশতৈল ইউপি সদস্য রহিম মেম্বারের মুঠোফোনে একাধিকবার কল করেও যোগাযোগ সম্ভব হয়নি।
আপনার মতামত লিখুন :