শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

প্রান্তিক জনগোষ্ঠীর মাতৃত্ব-শিশু স্বাস্থ্য সেবায় পরামর্শমূলক সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪, ০৯:২১ পিএম

প্রান্তিক জনগোষ্ঠীর মাতৃত্ব-শিশু স্বাস্থ্য সেবায় পরামর্শমূলক সভা অনুষ্ঠিত

ছবি: রূপালী বাংলাদেশ

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মাতৃত্ব ও শিশু স্বাস্থ্য সেবা প্রদানকে শক্তিশালী করার লক্ষে খাগড়াছড়িতে জেলা পর্যায়ে পরামর্শমূলক সভা করেছে গ্রীন হিল উন্নয়ন সংস্থা।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) জাতিসংঘ জনসংখ্যা তহবিলের আর্থিক সহযোগীতায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ব্যবস্থাপনায় ও গ্রীন হিল উন্নয়ন সংস্থার আয়োজনে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

পরামর্শমূলক সভায় খাগড়াছড়ি জেলায় বিভিন্ন উপজেলার দুর্গম এলাকায় গত বর্ষায় সৃষ্ট বন্যার পর থেকে বিভিন্ন ধরনের রোগী, গর্ভবতী মা ও কিশোরীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প ও ওষুধ প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রীন হিল। এ কার্যক্রমের বিষয়ে জেলার স্টেকহোল্ডারদের অবহিত ও আগামীতে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

গ্রীন হিলের উদ্যোগে প্রজনন স্বাস্থ্য সেবা ক্যাম্পের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকার নারী-শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা, গর্ভবতী নারীদের চিকিৎসা ও উন্নত চিকিৎসার জন্য অন্যত্রে রেফার করা, ওষুধ প্রদানসহ বিভিন্ন কার্যক্রমের বিবরণ তুলে ধরা হয়।

অনুষ্ঠিত পরামর্শমূলক সভায় খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. মো. ছাবেরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার শেখ বেলাল হোসেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ফারুক আবদুল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার রিপ্পল বাপ্পি চাকমা, গ্রীন হিল উন্নয়ন সংস্থার প্রজেক্ট ডিরেক্টর সাইলুমং মারমাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আরবি/ এইচএম

Link copied!