রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

ফিশিং ট্রলারসহ অপহৃত ১৯ জেলেকে উদ্ধার করেছে কক্সবাজার পুলিশ

কক্সবাজার ব্যুরো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪, ০৮:৫২ পিএম

ফিশিং ট্রলারসহ অপহৃত ১৯ জেলেকে উদ্ধার করেছে কক্সবাজার পুলিশ

ছবি: রূপালী বাংলাদেশ

বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে এক জেলেকে হত্যার অপহৃত ১৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাত ৭ টায় এ তথ্য জানান কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজিম নোমান। তিনি জানিয়েছেন, গত বুধবার গভীররাতে কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে জেলেরা সাগরে মাছ ধরার সময় ট্রলারসহ ১৯ জেলেকে অপহরণ করেছিল জলদস্যুরা। পুলিশের উদ্ধার অভিযান অব্যাহত থাকায় জলদস্যুরা সাগরে জেলেদের ছেড়ে দেয়। বিকালে জেলেদের উদ্ধার করে কক্সবাজার সদর থানায় আনা হয়।

ওসি ফয়জুল আজিম নোমান আরও জানান, এঘটনায় নিহত জেলে মোকাররম হোসেন (৪৫) কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আজিমুদ্দিন সিকদারপাড়ার বাসিন্দা।

ফিশিং ট্রলার মালিক চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মুহাম্মদ ইসমাঈল জানান, তার ফিশিং বোটে ২১ জন জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে গত বুধবার রাতে সশস্ত্র জলদস্যুরা হামলা চালায়। এতে মাঝি মোকাররম গুলিবিদ্ধ হন। 

জয়নাল উদ্দিন জানান, ঘটনার পর জলদস্যুরা তাঁকে ও গুলিবিদ্ধ মাঝি মোকাররমকে আরেকটি ট্রলারে তুলে দিয়ে অন্য জেলেসহ ট্রলারটি অপহরণ করে নিয়ে যায়। মোকাররমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। 

উদ্ধার হওয়া জেলেরা জানায়, তাদেরকে জলদস্যুরা বেদম মারধর করেছে। প্রায় সময় অভুক্ত রেখেছিল। উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আরবি/জেডআর

Link copied!