ঢাকা শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সরিষাবাড়ীতে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে জনতার ঢল

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৫, ০৫:৪৪ পিএম

সরিষাবাড়ীতে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে জনতার ঢল

ছবি: রূপালী বাংলাদেশ

হাজার বছরের গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে ও যুব সমাজকে মাদক মুক্ত রাখতে জামালপুরের সরিষাবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগীতা। ঐতিহ্যবাহী এ ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে বিভিন্ন এলাকার হাজার হাজার জনতা ছুটে এসেছেন। এমন আয়োজনে খুশি দর্শনার্থীরা। আগামীতেও এমন আয়োজনের দাবি তাদের। এদিকে আয়োজক কমিটিও আগামীতে এমন আয়োজন করা হবে বলে আশ্বাস দিয়েছেন।

শুক্রবার (১০ জানুয়ারী) বিকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের কৃষ্ণপুর ও গোবিন্দপুর গ্রামের যুব ও ছাত্র সমাজের উদ্যোগে বিস্তীর্ণ মাঠে এই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ঘোড়দৌড় উপলক্ষে মানুষের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।

আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় কালের বিবর্তনে প্রায় হারিয়ে যাচ্ছে। তাই গ্রাম বাংলার এই ঐতিহ্যকে ধরে রাখতে ও এলাকাবাসীর বিনোদনের জন্য এই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আর ঘোড়দৌড়কে কেন্দ্র করে উৎসবে মেতে উঠেছে স্থানীয়রা। সকাল থেকেই প্রতিটি বাড়িতে আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধরা এসে মিলন মেলায় পরিণত করেছে।

এই ঘোড়দৌড় উপলক্ষে এলাকায় বসে গ্রামীণ মেলা। মেলায় হরেক রকম পসরা সাজিয়ে বসে দোকানীরা। মেলায় বাহারি খাবার, নাগরদোলা খেলা সহ নানা রকমের রাইডসের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। ফলে এখানকার শিশু কিশোর সহ নানা বয়সী মানুষের বিনোদনের কোনো কমতি ছিল না।

ঐতিহ্যবাহী এ ঘোড়দৌড় দেখতে নানা শ্রেণী পেশার বয়সের হাজার হাজার নারী-পুরুষ মাঠের দুই পাশে দাঁড়িয়ে খেলা উপভোগ করেন। এ উপলক্ষে উৎসবের সাজে সাজিয়ে তোলা হয় ঘোড় দৌড়ের মাঠ ও আশপাশের এলাকাকে।

খেলায় জামালপুর, শেরপুর, টাংগাইল, ময়মনসিংহ কাজিপুর, সিরাজগঞ্জ, ধনবাড়ি, মধুপুর, দিনাজপুরসহ বেশ কয়েকটি জেলার ৪০ টি দৌড়ের ঘোড়া নিয়ে এ প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিযোগীরা। চার ক্যাটাগরিতে ৪০ টি ঘোড়া দৌড়ে অংশ নেয়। প্রথম রাউন্ডের বাছাই শেষে সেরা ৪টি ঘোড়া নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। ফাইনালের চূড়ান্ত লড়াইয়ে প্রথম স্থান অধিকার করে ময়মনসিংহের সজনুর ঘোড়া। বিজয়ী ঘোড়ার মালিককে একটি ৮০ সিসি হিরো মোটরসাইকেল দেওয়া হয়। দ্বিতীয় স্থান অর্জনকারীকে একটি ফ্রিজ উপহার দেওয়া হয়।

ঘোড়দৌড় দেখতে আসা দর্শকরা জানান, দীর্ঘদিন পর ঘোড়দৌড় প্রতিযোগীতা দেখে উচ্ছসিত দর্শনার্থীরা। প্রতি বছর এ প্রতিযোগিতার আয়োজনের দাবি তাদের।

ঘোড়া দৌড় দেখতে আসা ডোয়াইল ইউনিয়নের নাথেরপাড়া গ্রামের লাকি আক্তার বলেন, পরিবারের সবাই মিলে ঘোড়া দৌড় দেখতে এসেছি। দেশের বিভিন্ন এলাকা থেকে অনেক বড় বড় ঘোড়া এসেছে। দেখে অনেক আনন্দ পেয়েছি। এমন আয়োজন যেন প্রতিবছর হয় এটা দাবি তাদের।

ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে আসা দর্শনার্থী সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মোঃ মানিক মিয়া বলেন, ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখে আমরা খুবই আনন্দিত। অনেক সুন্দর ঘোড়দৌড় হয়েছে। ভবিষ্যতে যেনো আরও সুন্দর ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেই আশাবাদী আমরা।

প্রতিযোগিরা বলেন, আয়োজন অনেক সুন্দর ছিলো। প্রতিযোগিতায় অংশ গ্রহন করে আগত মানুষদের বিনোদন দিতে পেয়ে খুশি তারাও।

আয়োজক কমিটির সভাপতি ময়মনসিংহ তিতাস গ্যাস টি এন্ড ডি পিএলসি‍‍`র ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ কবির হোসেনে বলেন, যুব সমাজকে মাদকমুক্ত ও নতুন প্রজন্মের কাছে ঘোড়দৌড় প্রতিযোগীতা তুলে ধরতে এ আয়োজন। ঘোড়া দৌড় প্রতিযোগিতা শুধু বিনোদনের আয়োজন নয়, এটি গ্রামীণ ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা এবং সামাজিক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে। এমন আয়োজন নতুন প্রজন্মের মনে ঐতিহ্যবাহী ক্রীড়ার প্রতি ভালোবাসা ও আগ্রহ তৈরি করবে বলে মনে করেন আয়োজকরা।

প্রতিযোগীতায় ময়মনসিংহ তিতাস গ্যাস টিএন্ডডি পিএলসির ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ কবির হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।

এতে আরো উপস্থিত ছিলেন, ডোয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোর্শেদুল আলম মোর্শেদ, জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. কামরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, ডোয়াইল ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মো. রুবেল, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এম আর আরিফ প্রমুখ।

আরবি/জেডআর

Link copied!