ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

জেলের জালে ধরা ৩ লাখ টাকার দাতিনা কোরাল

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৪, ০৬:০৮ পিএম

জেলের জালে ধরা ৩ লাখ টাকার দাতিনা কোরাল

ছবি: রূপালী বাংলাদেশ

পশ্চিম সুন্দরবনের বাটুলা নদীতে এক জেলের জালে ধরা পড়লো সাড়ে ৩২ কেজি ওজনের দাতিনা কোরাল মাছ। শ্যামনগর উপজেলার গাবুরা নাপিত খালী এলাকার আকবর আলী মোড়ল নামের এক জেলের জালে ধরা পড়ে দাতিনা কোরাল মাছটি। ১৩ ডিসেম্বর শুক্রবার সকালে পশ্চিম সুন্দরবনের বাটুলা নদী থেকে দাতিনা কোরাল মাছ ধরা পড়েছে বলে জানান জেলে আকবর আলী মোড়ল। 

শনিবার বিকালে জেলের নিজ বাড়িতে এ মাছ সেলের মাধ্যমে বিক্রি করা হয়েছে। ১৪ ডিসেম্বর খুলনা, কয়রা ও শ্যামনগর থেকে বেশ কয়েকটি পার্টি আসেন মাছটি ক্রয় করতে। দর কষাকষির একপর্যায়ে ৩ লাখ ১০ হাজার টাকায় দাতিনা কোরাল মাছটি ক্রয় করেন শ্যামনগর সোনার মোড় এলাকার আব্দুস সাত্তার।

জেলে আকবর আলী মোড়ল এর কাছে মাছের বিষয় জানতে চাইলে তিনি বলেন, এই প্রথম এতবড় মাছ আমার জালে ধরা পড়েছে, আমি খুব খুশি হয়েছি।


 

আরবি/জেডআর

Link copied!