ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

সড়ক নিরাপত্তায় জনগণকে এগিয়ে আসার আহ্বান ডিসির

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৪, ০৯:১০ পিএম

সড়ক নিরাপত্তায় জনগণকে এগিয়ে আসার আহ্বান ডিসির

ছবি: রূপালী বাংলাদেশ

সম্মিলিত প্রচেষ্টায় বগুড়া শহরে যানজট নিরসন করাসহ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) হোসনা আফরোজা। তিনি জনসচেতনতা বৃদ্ধি করতে প্রচার-প্রচারণা বাড়ানোর পরামর্শ দিয়েছেন।

বুধবার (১৬ অক্টোবর) বগুড়া জেলা সড়ক নিরাপত্তা কমিটির বৈঠকে জেলা প্রশাসক এসব কথা বলেন। আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে বগুড়ার ডিসি হোসনা আফরোজা বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে পুলিশ কাজ করছে। জনগণকেও এগিয়ে আসতে হবে। দুর্ঘটনা এড়াতে যানবাহনের চালকদের পাশাপাশি পথচারীদেরকে সতর্ক থাকতে হবে। 

জেলা সড়ক নিরাপত্তা কমিটির বৈঠকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিএম ইমরুল কায়েস, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল, জেলা শিক্ষা কর্মকর্তা হযরত আলী, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও জেলা সড়ক নিরাপত্তা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


 

আরবি/জেডআর

Link copied!