ঠাকুরগাঁওয়ে স্ত্রী ও সন্তানদের একতা এক্সপ্রেস টেনে তুলে দিয়ে চলন্ত টেনে থেকে নামার সময় পিছলে নিচে পড়ে গিয়ে তারেক পরভেজ সুমন (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) রাত ১০ টায় ঠাকুরগাঁও রোড রেলষ্টেশন প্লাটফর্মে এ ঘটনা ঘটে।
নিহত সুমন ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার প্রয়াত চিকিৎসক ডা. দবির উদ্দীন আহাম্মদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুমন সোমবার রাতের ট্রেনে তার স্ত্রী ও সন্তানদের ট্রেনে উঠিয়ে দিয়ে নামার সময় পিছলে পড়ে যায় এবং ট্রেনে কাটা পড়ে মারা যায়। রাতেই দমকল বাহিনীর সদস্যরা তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
আপনার মতামত লিখুন :