ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫

বাবার আছাড়ে ছেলের মৃত্যু

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫, ০৬:৩৮ পিএম

বাবার আছাড়ে ছেলের মৃত্যু

ছবি: সংগৃহীত

রাগের মাথায় রিফাত (১) নামের এক শিশু পুত্রকে পিতা নিজে আছাড় দেওয়ায় অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে। বুধবার (১ জানুয়ারি) পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের রমনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার খানমরিচ ইউনিয়নের রমনাথপুর গ্রামের মৃত শমসের মোল্লার ছেলে আলাউদ্দিন (৩০) তার নিজ শিশু পুত্র রিফাত প্রায় গত ২ মাস পূর্বে তার নিজ বাড়িতে পিতার পাশে চেয়ারে বসে খেলা করতে করতে হঠাৎ চেয়ার থেকে পড়ে কান্না করতে থাকে। এসময় বাবা আলাউদ্দিন রেগে গিয়ে নির্মমভাবে তার শিশু পুত্রকে তুলে আছাড় মারে। এতে ছোট্ট শিশু রিফাত গুরুত্বর আহত হয়।

পরবর্তীতে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে আলাউদ্দিন তার স্ত্রী রুমাসহ রিফাতকে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ধানের চাতাল মিলে কাজ করার জন্য চলে যায়। সেখানে যাওয়ার পর শিশু রিফাত আরও অসুস্থ হওয়ায় মঙ্গলবার (৩১ ডিসেম্বর) আলাউদ্দিন তার স্ত্রী ও সন্তানসহ রমনাথপুর নিজ বাড়িতে চলে আসে। বুধবার (১ জানুয়ারি) সকালে শিশু রিফাতের মৃত্যু হয়।

ভাঙ্গুড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, এই ঘটনায় কেউ এখনো মামলা করেনি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কেউ মামলা করলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরবি/জেডআর

Link copied!