ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪

স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৪, ০৮:৩৫ পিএম

স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু

অমানবিক মারধরে নিহত রোকসানা। ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার শাজাহানপুরে খরনা ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় স্বামী আবু জাফরের ব্যাপক মারধরে স্ত্রী রোকসানা (৪০) নিহত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যায়, নিহত রোকসানাকে তার স্বামী আবু জাফর দীর্ঘদিন যাবৎ মারধর করতো।

কিন্তু গত ২৬ নভেম্বর স্বামী আবু জাফর ব্যাপক মারধর করে। পরবর্তীতে একদিন পর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে নিহত রোকসানাকে ডেলটা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে তিনি মারা যান।

নিহত রোকসানার ছোট বোন মিনু আক্তার বলেন, নিহতের স্বামী আবু জাফর এর আগেও অনেকবার রোকসানাকে মারধর করে এবং আবু জাফর মারধরের বিষয়টি পরিবারের কাছে শিকার করেন।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম রূপালী বাংলাদেশকে জানান, ঘাতক স্বামী আবু জাফরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।

 

আরবি/জেডআর

Link copied!