ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

ময়মনসিংহে মহিলা লীগ নেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৪, ০৫:৫৮ পিএম

ময়মনসিংহে মহিলা লীগ নেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা

শামীমা আক্তার। ছবি: রূপালী বাংলাদেশ

ময়মনসিংহে মহানগর মহিলা লীগের সহসভাপতি ও মহানগর কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদিক শামীমা আক্তারের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানার বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করায় বুধবার বিকেলে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ সাইবার ট্রাইবব্যুনাল আদালতে মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ সজীব বাদী হয়ে মামলাটি করেন।

জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আরিফুল ইসলাম সোহাগ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২৩ সালের সাইবার নিরাপত্তা আইনে বাদী এই মামলাটি দায়ের করেছেন। তিনি জানান, ২০২২ সালের ২৪ ডিসেম্বর আসামি শামীমা আক্তার বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ার সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক সংসদ সদস্য বিএনপি নেত্রী রুমিন ফারহানার বিরুদ্ধে কুরুচিপূর্ণ, মানহানিকর, মিথ্যা, ভুয়া ও অশালীন মন্তব্য করেন। যা এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে বিএনপির ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুন্ন হওয়ায় বাদী ন্যায়বিচার চেয়ে আদালতে মামলা করেছেন।

মামলার বাদী মো. বুলবুল আহমেদ সজীব বলেন, মানহানির অভিযোগে আদালতে মামলাটি করেছি। আশা করছি ন্যায়বিচার পাবো।

আরবি/জেডআর

Link copied!