ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ভোলায় মতবিনিময় সভায়

আসন্ন বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর দাবি

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫, ০৭:৫১ পিএম

আসন্ন বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর দাবি

ছবি: রূপালী বাংলাদেশ

আসন্ন বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে অন্ততঃ ২০ শতাংশে উন্নীত করার দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীসহ আলোচনায় অংশগ্রহণকারীরা। বুধবার (২২ জানুয়ারি) ভোলার গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সম্মেলন কক্ষে গণসাক্ষরতা অভিযানের উদ্যোগে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সহযোগিতায় ‘আগামীর বাজেট: অংশীজনের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।

গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক (কর্মসূচি) হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসাক্ষরতা অভিযানের উপ-কার্যক্রম ব্যবস্থাপক সামছুন্নাহার বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসাক্ষরতা অভিযানের কর্মকর্তা উৎপলা দাশ শম্পা, গোপাল চন্দ্র শীল, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক (অর্থ ও হিসাব) মোস্তফা কামাল, ভোলা সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু তাহের।

মতবিনিময় সভায় আরও বক্তৃতা করেন এনজিও কোস্ট ফাউন্ডেশনের কর্মকর্তা রাশিদা বেগম, শিক্ষক মোঃ ইসমাইল, হেলালউদ্দিন, সাংবাদিক মোঃ হারুন অর রশিদ, নেয়ামতউল্যাহ প্রমূখ।

সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় বাজেটে শিক্ষক ও শিক্ষার মানোন্নয়ন না করলে দেশে টেকসই উন্নয়ন সম্ভব নয়। এর জন্য শিক্ষা খাতে বাজেট বাড়াতে হবে। এ ছাড়া শিক্ষার মানোন্নয়নে স্কুল ফিডিং পদ্ধতি, কার্যকরী প্রশিক্ষণ ও কারিগরী শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। ভোলার বহু চরাঞ্চলে স্কুল নেই। স্কুল থাকলেও ওয়াশ জোন নেই। এতে শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রিন্সিপাল অফিসার মোঃ আলমগীর হোসেন। সভায় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা, সাংবাদিক, নাগরিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

রূপালী বাংলাদেশ

Link copied!