ধর্মপাশায় ঢাকার টঙ্গীতে তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার মাঠে সংঘর্ষের ঘটনায় তাবলীগ জামাতের সাথীদের উপর আওয়ামী লীগের দালাল উসামা গং এর পরিকল্পিত হত্যার বিচারের দাবিতে স্থানীয় শান্তি প্রিয় মুসলমানদের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
পরে হাফেজ তৌফিক আহমেদের সঞ্চালনায় বক্তব্য দেন, ধর্মপাশা থানা মসজিদের ইমাম হযরত মাওলানা নুরনবী হাসান, বয়ানুল কোরআন মাদ্রাসার মুহতামিম মুফতী সাদ, দশধরী জামে মসজিদের ইমাম হযরত মাওলানা আজিজুর রহমান, নোয়াবন্দ নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাহমুদুল হাসান মজুমদার, দুধবহর জামে মসজিদের ইমাম মাওলানা কামরুল ইসলাম, আকবরিয়া আয়েশা সিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসার পরিচালক মৌলবী মোঃ কামাল হক, তাবলীগ জামাতের আমীর খাইরুল বাশার প্রমুখ।
এছাড়াও ধর্মপাশা উপজেলায় সাদপন্থিদের কার্যক্রম না চালানোর জন্য বক্তব্য শেষে বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ের ডেক্সে একটি স্মারকলিপি প্রদান করা হয়। ধর্মপাশা উপজেলার উলামায়ে কেরাম ও তাওহিদী জনতার পক্ষে মুফতি জোবাইয়ের আলম ও মৌলবী মো. কামাল হকের যৌথ স্বাক্ষরে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপির মাধ্যমে, সাদ পন্থিদের জামাতের টঙ্গী ময়দানে প্রবেশের প্রশাসনিক নিষেধাজ্ঞা থাকার পরও গভীর রাতে স্বসস্ত্র হামলা চালিয়ে জুবায়ের পন্থিদেরকে আহত ও হত্যায় জরিতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবী জানানো হয়।
আপনার মতামত লিখুন :