বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪, ০৬:৫৬ পিএম

মসজিদের জায়গা দখলমুক্তের দাবিতে বিক্ষোভ

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪, ০৬:৫৬ পিএম

মসজিদের জায়গা দখলমুক্তের দাবিতে বিক্ষোভ

ছবি: রূপালী বাংলাদেশ

নেত্রকোণার কলমাকান্দায় সিধলী বাজার জামে মসজিদের রেকর্ডভুক্ত জায়গা দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে মসজিদের সামনের সড়কে এলাকাবাসীর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সিধলী বাজারে ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ নুর উদ্দিন, সদস্য আবদুল কাইয়ুম, নয়ন খাঁ, মঞ্জুরুল হক ফকির, ব্যবসায়ী মো. মজিবুর রহমান, শাহজাহান কবির খান, হারিগাতী মহিলা মাদ্রাসার মেহতামিম মাওলানা মুরশিদ আলম সিরাজী এবং সিধলী বানিয়াপাড়া মিতালী বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অফিস সহকারী শামসুল হক প্রমুখ। মানববন্ধন শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা সিধলী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

মসজিদ পরিচালনা কমিটির তথ্যমতে, প্রায় শতাধিক বছরের পুরানো সিধলী বাজার জামে মসজিদের নামে ৩৬ শতাংশ জায়গা বিএস রেকর্ডভুক্ত রয়েছে। যার খতিয়ান ১৫২ এবং দাগ নম্বর ৫৬৫। মসজিদ পরিচালনা কমিটি সড়কের পাশে থাকা ১১টি দোকান ঘর ভাড়া দিয়েছিল, তবে প্রায় দেড় দশক ধরে ওই দোকানের মালিকরা মসজিদের জায়গায় থাকা দোকানগুলো নিজেদের দখলে নিয়ে নিয়েছেন। বর্তমানে তারা মসজিদকে কোনো ভাড়া দিচ্ছেন না। মসজিদ কমিটি বারবার তাগাদা দেওয়ার পরও তারা ভাড়া দিতে অস্বীকৃতি জানাচ্ছেন। তাদের মধ্যে মানিক মিয়া নামের একজন ভাড়াটিয়া নিষেধ অমান্য করে মসজিদের জায়গায় দোতলা ভবন নির্মাণ করেছেন। মসজিদ কমিটির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে দোকানগুলো দখলমুক্ত করার দাবি জানানো হলেও তা মানা হচ্ছে না। এই পরিস্থিতিতে রোববার মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করা হয়।

মসজিদ পরিচালনা কমিটির সহসভাপতি সাজল মিয়া জানান, মসজিদের ২২টি দোকান ঘর রয়েছে, যার ভাড়া দিয়ে মসজিদের উন্নয়ন ও ইমাম-মোয়াজ্জেমের বেতন দেওয়া হয়। তবে প্রায় ১৫ বছর ধরে ১১টি দোকানের ব্যবসায়ীরা ভাড়া দিচ্ছেন না। মসজিদের জায়গা দখলমুক্ত করতে মানিক মিয়া, হবি খন্দকার, মনিরুজ্জামান লিটন, মো. রশিদ, আবদুল খালেক এবং আরিফ খানসহ ওই ১১ জনকে বারবার তাগাদা দেওয়া হলেও তারা জায়গা ছাড়ছেন না।

এ বিষয়ে সিধলী বাজারের ব্যবসায়ী মানিক মিয়া বলেন, "আমি মসজিদের কোনো জায়গা দখল করিনি। যেখানে ঘর করেছি সেটা আমার নিজের জায়গা এবং দোকানের সামনের কিছু অংশ বাজারের পেরিফেরিভুক্ত।"

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম বলেন, "বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

রূপালী বাংলাদেশ

Link copied!