ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জীবননগরে বিক্ষোভ মিছিল

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০৭:৩১ পিএম

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জীবননগরে বিক্ষোভ মিছিল

ছবি: রূপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গার জীবননগরে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপির সাংসদ নিতেশ রানে কর্তৃক কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে জীবননগরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জীবননগর তৌহিদী জনতা।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে জীবননগরের বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জীবন নগর  বাস স্ট্যান্ড চত্বরে যুক্ত হয়।এরপর মুক্তমঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় জীবননগর বাস স্ট্যান্ড জামে মসজিদের ইমাম সাইফুল্লাহ বলেন,  ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তিকারীর ফাঁসি চাই। আমাদের নবীকে অপমান মেনে নেবো না।আমাদের জীবনের থেকে দামি আমাদের নবী। আর যদি এই নবীকে অপমান করা হয় আমরা কোনোদিন সহ্য করব না,যদি জিহাদ করতে হয় তাও করবো। অতিদ্রুত কটূক্তিকারীদের গ্রেফতার করতে হবে। অতিদ্রুত কটুক্তিকারীদের শাস্তি না দিলে বাংলাদেশের প্রতিটি মুসলিম রাস্তায় নেমে জিহাদ করবে।

আরবি/জেডআর

Link copied!