জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামে শহীদ বিশালের বাবা মার সাথে সাক্ষাৎ করেছেন জয়পুরহাটের নবাগত জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। ৮ নভেম্বর শুক্রবার বেলা ১১ টার দিকে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত মজিদুল সরকারের এর পুত্র নাজিবুল সরকার বিশালর বাড়িতে জেলা প্রশাসক উপস্থিত হয়ে তাদের খোঁজখবর নেন । তৎক্ষনাৎ কিছু উপহার সামগ্রীসহ বিশালের বাবা মাকে নগদ ২০ হাজার টাকা প্রদান করেন।
এ সময় তার সাথে ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভুমি ) ও জয়পুরহাট জেলার এনডিসি, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ ও স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম।
আপনার মতামত লিখুন :