ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
অবৈধ বালু উত্তোলন

মেঘনায় যৌথ অভিযানে একটি বাল্কহেডসহ আটক ৯

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৪, ০১:৫৯ এএম

মেঘনায় যৌথ অভিযানে একটি বাল্কহেডসহ আটক ৯

ছবি: রূপালী বাংলাদেশ

গজারিয়ার মেঘনা নদীতে  অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১টি বাল্কহেড জব্দ করা হয়েছে। এ সময় এ ঘটনায় জড়িত ৯ জনকে আটক করা হয়।

গত (১২ ডিসেম্বর) বৃহস্পতিবার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন এলাকায় বিকাল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত গজারিয়া ও মতলব উত্তর উপজেলা প্রশাসনের যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।

উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন শরীফে বলেন, গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর এলাকায় অবৈধ বালুমহাল বন্ধে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। গত বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত আমাদের দুই উপজেলার প্রশাসনের উদ্যোগে যৌথ অভিযান চালানো হয়।

মামুন শরীফ আরও বলেন, আমরা অপরাধীদের হাতেনাতে ধরতে বিভিন্ন কৌশল অবলম্বন করি। এই অভিযানে একটি বাল্কহেড জব্দ সহ ৯ জনকে আটক করা হয়। অবৈধ বালুমহাল বন্ধ না হওয়া পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের অভিযান চলমান থাকবে।

গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর আক্তার জানান, গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া এলাকায় মেঘনা নদীতে  চলছে বেশ কয়েকটি বালু উত্তলন কারী ড্রেজার মেশিন। গোপন সূত্রে সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ ও মতলব উত্তর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি হিল্লোল চাকমার নেতৃত্বে নৌপুলিশে বিশাল একটি দল নিয়ে ঘটনাস্থলে যৌথ অভিযান চালায়।

কোহিনুর আক্তার আরও জানান, যে বা যারাই মেঘনা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত এবং নেপথ্য থেকে কলকাঠি নাড়ছেন। তাদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে।

অভিযানে সার্বিক সহযোগিতা করে গজারিয়া  ও মতলব উত্তর থানা পুলিশ ও নৌ-পুলিশের কর্মকর্তারা। 

আরবি/জেডআর

Link copied!