বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপ-মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সবাইকে নিয়ে সবার মতামতের ভিত্তিতে আমরা নতুন জেলা তৈরী করবো। এসবে সবার সহযোগিতা লাগবে। এ জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণোয়ন জরুরি। জেলার উন্নয়নের চিস্তা থেকে একটা রুপ রেখা তৈরী করতে আমাদের সংলাপ করতে হবে সবার সাথে। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে কেমন লালমনিরহাট দেখতে চান শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, আমাদের শুধু মুখে নীতির কথা বললে হবে না, কাজও করতে হবে। কোনো বাচ্চা রাস্তায় দাড়িয়ে মসজিদ মন্দিরের চাঁদা আদায় করবে না। সরকারী টাকায় মসজিদ মন্দিরের উন্নয়ন হবে। শিক্ষার পরিবেশে ফিরিয়ে আনতে সবাইকে এগিয়ে আসতে হবে। লালমনিরহাটের উন্নয়নে সবাইকে দল মত ভুলে কাজ করলে উন্নয়ন সম্ভব। ১৬ বছরে অনেক সময় নষ্ট হয়েছে, সেই সময় গুলোতে একজোটে কাজ করতে পারলে আমরা একটি আলোকিত লালমনিরহাট দেখতে পারতাম। এখন সকলকে নতুন ভাবে কাজ করতে হবে। তবেই সাম্য সম্প্রীতি ও বৈষম্যহীন বাংলাদেশ পাবো।
তিনি বলেন, আগামী ১৭-১৮ ফেব্রুয়ারী রংপুর বিভাগের ৫ জেলায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘন্টা তিস্তা পাড়ে অবস্থা কর্মসূচি পালিত হবে। এটি বিশ্বের গণমাধ্যম প্রকাশ করতে বাধ্য থাকবে। ৪৮ ঘন্টা তিস্তা পাড়ে আঞ্চলিক গান অভিনয় পরিবেশন হবে। অল্প সময়ের মধ্যে সরকার দাবি মানবে। ১২০ কিলোমিটার মশাল জলবে।
কেমন লালমনিরহাট দেখতে চান শীর্ষক সেমিনারে বক্তারা লালমনিরহাটের কৃষি, অর্থনীতি, নদী ভাঙ্গন, রেল যোগাযোগ, মাদক ও চোরাচালান বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে কর্নেল নেয়ামুল ইসলাম ফাতেমী বীর প্রতীক, জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, জেলা জামায়াতে ইসলামীর আমির আবু তাহের, জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ফিরোজ হায়দার লাভলু, সেমিনার বাস্তবায়ন কমিটির আহবায়ক আইনজীবী জিন্নাত ফেরদৌস আরা রোজী, লালমনিরহাট মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষ তহমিনা বেগম ইলা সহ বিভিন্ন শ্রেণির মানুষ বক্তব্য দেন।
আপনার মতামত লিখুন :